আদালতে আজ আত্মসমর্পণ করে জামিন চাইবেন ড. ইউনূস
আপলোড সময় :
০৩-০৩-২০২৪ ১০:৫৪:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৪ ১০:৫৪:১১ পূর্বাহ্ন
সংগৃহীত
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়াতে আজ ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। পরে দুদকের মামলায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন তিনি।
জানা গেছে, রোববার (৩ মার্চ) সকাল ১০টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ড. ইউনূস। আর দুুপুর ১২টায় ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করবেন তিনি।
গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিল শুননির জন্যগ্রহণ করেন আদালত। পাশাপাশি ড. ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। একই সাথে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেন আপিল ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে হাইকোর্টে যায় কলকারখানা ও পরিদর্শন অধিদফতর। যার রুল শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।
অন্যদিকে, গত ২৯ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতে অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দেয়।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স