গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
আপলোড সময় :
০৩-০৩-২০২৪ ১১:০০:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৪ ১১:০০:৩০ পূর্বাহ্ন
সংগৃহীত
গাজীপুরে মনিপুরের পিরুজালিতে আগুনে পুড়ে গেছে তিনটি ঝুট গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টায় চেষ্টা এই আগুন নিয়ন্ত্রণ আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, গাজীপুরের মনিপুরের পিরুজালি এলাকায় রাত সোয়া দুইটার দিকে একটি ঝুট গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সংবাদ পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার স্টেশন ও শ্রীপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আসে। এ সময় আগুনে পুড়ে যায় তিনটি ঝুট গোডাউনের মালামাল।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স