ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

টাঙ্গাইলে ভয়াবহ আগুন, নিঃস্ব ৬ পরিবার

আপলোড সময় : ০৪-০৩-২০২৪ ১১:০৫:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৪ ১১:০৫:৩৮ পূর্বাহ্ন
টাঙ্গাইলে ভয়াবহ আগুন, নিঃস্ব ৬ পরিবার সংগৃহীত
টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় গ্রামের আম্বিয়া খাতুনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় আনুমানিক ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার। 

তিনি জানান, একই গ্রামের বাবলু মিয়ার ২টি ঘর, সেজনু মিয়ার ২টি ঘর ও ২টি গরু, মো. নাজমুলের ২টি ঘর, আম্বিয়া খাতুনের ১টি ঘর, তোফাজ্জল হোসেনের ৩টি ঘর ও ২টি গরু, সফিকুল ইসলামের ১টি ঘর এবং ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে গোপালপুর ফায়ার সার্ভিস আন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে  থানা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। আগামীকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ