ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ময়মনসিংহে টিকটকারদের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাগানে টিকিট চালু করলেন মালিক

আপলোড সময় : ০৪-০৩-২০২৪ ১১:০৬:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৪ ১১:০৬:২৭ পূর্বাহ্ন
ময়মনসিংহে টিকটকারদের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাগানে টিকিট চালু করলেন মালিক সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালের সতেরোপাড়া এলাকা। সূর্যমুখি চাষ করে বিপাকে দুই কিশোর। শখের বসে, বাড়ির সামনের জমিতে সূর্যমুখি ক্ষেত করে তারা। ফুল ফুটতেই খবর ছড়ায় আশপাশের এলাকায়। ছবি তুলতে দলে-দলে মানুষ ছুটতে থাকেন।

কেউ করছে টিকটক আবার কেউ বানাচ্ছে রিলস। ভেঙে ফেলছে গাছ, ছিঁড়ছে ফুল। অবস্থা বেগতিক দেখে বাগান মালিক ক্ষেতে বেড়া দিয়ে করেছেন টিকিটের ব্যবস্থা। ফুল ছিঁড়লে হচ্ছে জরিমানাও।

ক্ষেতে দর্শনার্থী প্রবেশে চালু করা হয়েছে টিকিট। মূল্য ২০ টাকা। ফুল ছিঁড়লে নেয়া হচ্ছে ক্ষতিপুরণও। তবুও, নিস্তার নেই। কোনো কথাই শুনছে না এক শ্রেণির ফেসবুক আর টিকটকাররা। বানাচ্ছে নানা ভিডিও। তুলছে ছবি।

সূর্যমুখি চাষে দুই কিশোরের খরচ হয়েছে পাঁচ হাজার টাকা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ