পাকিস্তানের তিন প্রদেশে বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসে ৩৬ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, দেশটির গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া এই তিন প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে রোববার (৩ মার্চ) পর্যন্ত ৩৬ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা, খাইবার জেলা ও অন্যান্য জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে ৩০ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পাঁচজন মারা গেছেন। তাছাড়া ৭০০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরেও হতাহতের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে। এক হাজার ৭৩৯ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।