ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

প্রাইমারিতে ট্রাম্পের প্রথম পরাজয়

আপলোড সময় : ০৪-০৩-২০২৪ ১১:১৯:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৪ ১১:১৯:১২ পূর্বাহ্ন
প্রাইমারিতে ট্রাম্পের প্রথম পরাজয় সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে প্রথম ধাক্কা খেলেন রিপাবলিকান পার্টির সদস্য ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে দলের প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির কাছে হেরেছেন তিনি। তবে এখনও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ঢের এগিয়ে ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামীকাল মঙ্গলবার সুপার টুয়েসডে’র প্রাইমারির মহালড়াইয়ে নামবেন ট্রাম্প ও হ্যালি। এদিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচন হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এর এক দিন আগেই আমেরিকার রাজধানী ওয়াশিংটনে জয় পেলেন হ্যালি।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে গণতান্ত্রিক কাঠামো খুব শক্ত। সেখানে অল্প সংখ্যক নিবন্ধিত রিপাবলিকান রয়েছে। এ শহরের একটি হোটেলে রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে হ্যালি ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। 

গত বারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াশিংটনের ৯২ শতাংশ ভোটই ছিল ডেমোক্রেটিক জো বাইডেনের পক্ষে। এ শহরে কখনোই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জয় পায়নি।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে জো বাইডেন এগিয়ে আছেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ