ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ১০:৩৭:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ১০:৩৭:৪২ পূর্বাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু (পূর্ব) হতে কালিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টির খবর পাওয়া গেছে। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা।

বুধবার (৬ মার্চ) ভোর থেকে এই যানজট তৈরি হয়। জানা গেছে, টাঙ্গাইল মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুই লে‌নেই প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে এলেঙ্গা থেকে ঢাকাগামী লে‌নে তেমন প‌রিবহন নেই।

দীর্ঘ যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা থেকে ভুঞাপুর-তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু (পূর্ব) আঞ্চ‌লিক সড়ক ব্যবহার ক‌রে সেতু গোলচত্বর হ‌য়ে চলাচল কর‌ছে। চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি তাই দীর্ঘ যানজট।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এলেঙ্গা থেকে সেতু (পূর্ব) পর্যন্ত দুই লে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাকচালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌এতে পেছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। মহাসড়কে যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছে বলেও জানান তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হ‌বে বলে জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ