ভূমিকম্পে কাঁপল চীন
আপলোড সময় :
০৬-০৩-২০২৪ ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৬-০৩-২০২৪ ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন
সংগৃহীত
চীনের জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ১। নিউ আকসু থেকে ১৩৩ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে।
এর আগে গতকাল মঙ্গলবারও চীনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
একই দিন ইরানের দক্ষিণাঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ভূত্বাত্তিক জরিপ সংস্থাটি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স