ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি

আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন
সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াইয়ে কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। ফলে, দুই লেগে ৬-২ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত দুটায়। ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনদের আধিপত্যই দেখা গেছে। ম্যাচের চারটি গোলই এসেছে প্রথমার্ধে। ৫ মিনিটে আলভারেজের বাড়ানো বল জালে পাঠান আকেঞ্জি। চার মিনিট ব্যবধান দিগুণ করেন আলভারেজ নিজেই গোল করে।

কোপেনহেগেন থেকে আগের লেগটা ম্যানচেস্টার সিটি জিতে এসেছিল ৩-১ গোলে। ইতিহাদে বিরতিতে যাওয়ার আগেই আবারও ৩-১ করে ফেলে পেপ গার্দিওলার দল। খেলার ৩ মিনিটে আকাঞ্জির গোলে লিড নেয় ম্যান-সিটি। আলভারেজের পাস থেকে জটলার মধ্যে দারুণ এক গোল করেন তিনি।

খেলার ৯ মিনিটে কোপেনহেগেনের গোলকিপার গ্রাবারা আলভারেজের শট রিসিভ করতে ব্যর্থ হলে ২-০ গোলের লিড নেয় সিটি। ২৯ মিনিটে অস্কারসনের পাস থেকে সিটির জালে বল জড়ান এলিউনুসি। ২-১ ব্যবধানে জমে উঠে খেলা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রদ্রির দুর্দান্ত পাস থেকে ৩ ডিফেন্ডারকে বোকা বানিয়ে অসাধারণ এক গোল করেন হ্যালান্ড। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে উঠে ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধে কয়েকবার সুযোগ পাওয়ার পারও সদ্ব্যবহার করতে পারেননি গার্দিওলার শিষ্যরা। যে কারণে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। আর সবশেষ জয় পায় ম্যান সিটি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ