ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন ২ অভিনেত্রী বোন

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ১১:১৭:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৪ ১২:১৮:১৪ পূর্বাহ্ন
২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন ২ অভিনেত্রী বোন সংগৃহীত
২৪ ঘণ্টার ব্যবধানে ভারতের হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেত্রী বোন অমনদীপ সোহি ও ডলি সোহি মারা গেছেন।  ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এভাবে পরিবারের দুই মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছে সোহি পরিবার। দুই অভিনেত্রী বোনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমেছে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

বৃহস্পতিবার মৃত্যু হয়েছে অভিনেত্রী অমনদীপের। আর এর পর দিন শুক্রবার খবর এলো তার ছোট বোন ডলি সোহিও মারা গেছেন।  অভিনেত্রী ডলি ‘পরিণীতি’, ‘ঝনক’-এর জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সোহি পরিবার জানিয়েছে, অভিনেত্রী ডলি দীর্ঘদিন ধরেই সার্ভাইক্যাল ক্যানসারে ভুগছিলেন। এ রোগেই মৃত্যু হয়েছে ‘ঝনক’ অভিনেত্রীর। 

অন্যদিকে তার বোন অমনদীপ বৃহস্পতিবার জন্ডিসে মারা যান। তিনি বেত্তমিজ দিল-এ অভিনয় করেছেন।

দুই অভিনেত্রীর ভাই মনু সোহি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, অমনদীপ আর নেই। ওর শরীর সইতে পারছিল না। জন্ডিস হয়েছিল। কিন্তু চিকিৎসকের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানার মতো পরিস্থিতি ছিল না আমাদের।

তিনি আরও জানান, অভিনেত্রী ডলির অবস্থা আশঙ্কাজনক ছিল না। তাকে হাসপাতালে থাকার জন্য বলেছিলেন চিকিৎসকরা। গত বছরই জরায়ুর ক্যানসার শনাক্ত হয়। চলতি বছরের শুরুতে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ