সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বহিরাগত দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা: শাহ মঞ্জুরুল
আপলোড সময় :
১০-০৩-২০২৪ ১১:০৬:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-০৩-২০২৪ ১১:০৬:৩১ পূর্বাহ্ন
সংগৃহীত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে দুই দিন ভোট গ্রহন চলে। গত ৮ মার্চ গণনা শেষে ফলাফল দেয়ার কথা। কিন্তু পরিস্থতি হয়ে ওঠে বিশৃংঙ্খল। শুক্রবার হট্টগোল-মারামারি হয়। স্থগিত হয়ে যায় ফল ঘোষণা। এর জেরে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হন নির্বাচনে সম্পাদক প্রার্থী বিএনপিন্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তোপখানা রোডের চেম্বার থেকে সিআইডির সদস্যরা কাজলকে গ্রেফতার করেন।এরআগে এই নির্বাচন ঘিরে হামলার ঘটনায় আরও ৫ আইনজীবীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
শনিবার রাতে ভোট গণনা আর পুন:গণনা চলতে থাকে। কার্যক্রম শেষ হতে পেরিয়ে যায় ৯ মার্চও। রাত একটায় ফলাফল ঘোষণা করা হয়।
চুড়ান্ত ফলে সমিতির সর্বোচ্চ পদে বিজয়ী হন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জানান, সম্পাদক পদে তাঁর রানিংমেট রুহুল কুদ্দুস কাজলকে হারিয়ে দেয়া হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি আর জালিয়াতির অভিযোগ আনেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন বলেছেন, আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন হয়নি। তাই পুন: নির্বাচন দাবি করছি। সেই সাথে নতুন করে সময়সূচী দেয়া হোক। সকল পদে পুন: নির্বাচন দাবি করছি।
আর সম্পাদক পদে জয়লাভ করেন আওয়ামী লীগপন্থি শাহ মঞ্জুরুল। তবে রানিংমেট আবু সাঈদ সাগর সভাপতি পদে পরাজিত হন অল্প ভোটের ব্যবধানে। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মিছিল আর স্লোগানের পর শাহ মঞ্জুর জানান, বহিরাগতরা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছিলো।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল বলেন, দুই প্রার্থী মিলে অনিকাঙ্খিত পরিস্থিতি তৈরি করে। বহিরাগত দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হয়। উল্লেখ্য, নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে প্রার্থী ছিলেন ৩৩ জন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স