লেবাননে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫
আপলোড সময় :
১০-০৩-২০২৪ ১১:০৮:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-০৩-২০২৪ ১১:০৮:১১ পূর্বাহ্ন
সংগৃহীত
দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন মোট নয়জন। রোববার (১০ মার্চ) এক প্রতিবেদনে ভয়েস অব আমেরিকা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই হামলায় নিহত হয়েছেন একই পরিবারের চারজন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং অন্য একজন ব্যক্তি রয়েছে। দেশটির সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত নারী গর্ভবতী ছিলেন। ইসরায়েলি হামলায় বাড়িটি ভেঙে পড়ে।
এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩১২ জন হিজবুল্লাহ যোদ্ধা এবং ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার, দক্ষিণ সীমান্ত গ্রামের হুলার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় লেবাননের এক দম্পতি ও তাদের ছেলে নিহত হয়।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স