ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

অস্কারের মঞ্চে নগ্ন হয়ে হাজির জন সিনা

আপলোড সময় : ১১-০৩-২০২৪ ১১:২৪:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৪ ১১:২৪:৩৫ পূর্বাহ্ন
অস্কারের মঞ্চে নগ্ন হয়ে হাজির জন সিনা সংগৃহীত
৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা কস্টিউম ডিজাইনার বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিতে মঞ্চে উঠেছিলেন জন সিনা। কিন্তু মঞ্চে করে বসলেন অন্যরকম এক কাণ্ড। নিজের শরীরের সব পোশাক খুলে ফেলে দেখা দেন মঞ্চে।

সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। উপস্থাপক হিসেবে ছিলেন জিমি কিমেল। তিনিই জনকে ডেকে নিয়েছিলেন মঞ্চে। আর তখনই তিনি একেবারে বিবস্ত্র হয়ে সবার সামনে আসেন। নিজ শরীরে রাখননি একটি সুতোও। লজ্জাস্থান ঢাকতে কেবলমাত্র তার হাতে ছিলো এক টুকরো কার্ডের মতো কাগজ।

অবশ্য মনোনয়নপ্রাপ্তদের নাম পড়তে গিয়ে মঞ্চের আলো নিভে যায়। তখনই জন সিনার জন্য সেখানে উপস্থিত মঞ্চের সহকারীরা একটি গাউন নিয়ে আসেন যেটি পরবর্তীতে তিনি গায়ে দেন। উল্লেখ্য, ১৯৭৪ সালের অস্কারের মঞ্চে রবার্ট অপেল নামে একজন ঠিক এভাবেই নগ্ন হয়েছিলেন। ৫০ বছর পর সেটিরই পুনরাবৃত্তি করলেন জন সিনা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ