বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
আপলোড সময় :
১২-০৩-২০২৪ ১১:০০:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০৩-২০২৪ ১১:০০:২৫ পূর্বাহ্ন
সংগৃহীত
রাজবাড়ীতে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টায় আলীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে সোহাগ (১৯) ও লাল মিয়ার ছেলে রাজন শেখ (১৭)।
সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার জনান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দশম শ্রেণির ছাত্র রাজন তার নিজ মোটরসাইকেলে সোহাগকে নিয়ে কামালদিয়া থেকে আলীপুরের সড়কে প্রবেশ করে। সে সময় দ্রুতগতির মোটরসাইকেলটি শান্তি নগর এলাকায় পৌঁছে একটি বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স