ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

চার বছর পর কোয়ার্টারে বার্সা

আপলোড সময় : ১৩-০৩-২০২৪ ১০:৪২:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৪ ১০:৪২:৩৮ পূর্বাহ্ন
চার বছর পর কোয়ার্টারে বার্সা সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরতি লেগের খেলায় নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে থেকে ২০২০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

ঘরের মাঠে নাপোলির বিপক্ষে দারুণ শুরু করে বার্সেলোনা। পরিকল্পিত আক্রমণে খেলার ১৫ মিনিটেই রক্ষণ ভাঙে অতিথি দলটির। ডি বক্সের ভেতরে রাফিনহার কাছ থেকে বল পেয়ে যান ফেরমিন লোপেজ। ডান পায়ের নিচু শটে বার্সাকে ১-০ গোলে এগিয়ে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। আক্রমণের ধারা বজায় রেখে ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাতালান ক্লাবটি। আবারও রাফিনহার নেয়া শট পোস্টে লেগে ফিরে এলে ফাঁকা জালে বল ঠেলে দেন কানসেলো।

খেলার ৩০ মিনিটে আমির রাহিমানির গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নাপোলি। সমতায় ফিরতে বেশ কয়েকটি আক্রমণও চালায় তারা। তবে ৮৩ মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ