পল্লবীতে বাসা-বাড়ি ও দোকানপাট ভাঙচুর
আপলোড সময় :
১৮-০৩-২০২৪ ১০:৫৬:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৩-২০২৪ ১০:৫৬:৫০ পূর্বাহ্ন
সংগৃহীত
রাজধানীর পল্লবী থানার ই ব্লকের ৮ নম্বর রোডে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বাসা-বাড়ি ও মার্কেটের দোকানপাট ভাঙচুর করে পালিয়ে যায় তারা।
রোববার (১৭ মার্চ) রাতে তারাবিহর নামাজের পর ২৫-৩০ জনের একটি দল কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে হামলা চালায়। স্থানীয়রা বলছেন, শনিবার রাসেল নামে বিহারি ক্যাম্পের এক যুবক খুনের ঘটনার জেরে বিহারি ক্যাম্পের কিশোর-যুবকরা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এ সময় তিনটি বাড়ি ও রাশাদ মার্কেটের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন পল্লবী থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় বিরাজ করছে আতঙ্ক। আবার আক্রমণ হতে পারে- এমন শঙ্কায় দুশ্চিন্তায় এলাকাবাসী।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স