নারী আসামিকে ধরতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা আহত
আপলোড সময় :
১৮-০৩-২০২৪ ১১:০৫:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৩-২০২৪ ১১:০৫:৩৭ পূর্বাহ্ন
সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে নারী আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে তিন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ত্রিশাল থানার এসআই ইসমাইল হোসেন, এএসআই গোলাম রসুল ও রাকিবুল ইসলাম।
ত্রিশাল থানাপুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামের বেদেনা খাতুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যান ত্রিশাল থানা পুলিশের এসআই ইসমাইল হোসেন, এএসআই গোলাম রসুল ও রাকিবুল ইসলাম।
এ সময় বেদেনা আক্তারের ছেলে হারুন মিয়া ওই পুলিশ সদস্যদের ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ত্রিশাল সার্কেল এএসপি অরিত সরকার জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীকে আটকের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স