ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

৩৫ বছরে পা দিলেন তামিম ইকবাল

আপলোড সময় : ২০-০৩-২০২৪ ১০:৫০:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৩-২০২৪ ১০:৫০:২১ পূর্বাহ্ন
৩৫ বছরে পা দিলেন তামিম ইকবাল সংগৃহীত
তামিম ইকবাল! বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার। আজ ৩৫তম জন্মদিন এই ওপেনারের। বুধবার (২০ মার্চ) ৩৫ বছরে পা দিলেন তিনি।

১৯৮৯ সালের এই দিনে চট্টগ্রামের খান পরিবারে জন্ম নেন তামিম ইকবাল। তার বাবার নাম ইকবাল খান। মা নুসরাত খান ইকবাল। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলেন। এরপর বাংলাদেশ একে একে পার করেন

ক্রিকেট অনুরাগী ইকবাল খানের কনিষ্ঠ পুত্র তামিম । দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। ভক্তদের দিয়েছেন অনেক আনন্দের মুহূর্ত। হয়েছেন দেশসেরা সেরা ওপেনারও।

তামিমের চাচা আকরাম খান দেশের হয়ে খেলেছেন ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট। দেশকে নেতৃত্বও দিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। অন্যদিকে, তামিমের বড় ভাই নাফিস ইকবালও খেলেছেন জাতীয় দলে। তবে, দুর্ভাগ্যবশত ক্যারিয়ার বেশিদিন লম্বা করতে পারেননি। বর্তমানে জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন নাফিস।

জন্মদিনে তামিমের ভক্তদের একটাই চাওয়া! খুব তাড়াতাড়ি জাতীয় দলের জার্সি পরে ফিরে আসবেন, আরও শক্তিশালী।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ