চকবাজারে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
আপলোড সময় :
২৩-০৩-২০২৪ ১০:৪১:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৩-০৩-২০২৪ ১০:৪১:৩৫ পূর্বাহ্ন
সংগৃহীত
রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকার একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন পুরোপুরি না নেভানো গেলেও ছড়িয়ে পড়ার শঙ্কা নেই। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন।
শনিবার (২৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে। সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
এশিয়া রাবার ইন্ড্রাজটিজ নামের ওই গোডাউনে লাগা আগুন সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের মোট নয় ইউনিট টানা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে, এখনও পুরোপুরি নেভেনি। আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।
মূলত নদীতে পাম্প সেট করে পানি আনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পুরান ঢাকায় আগুন নেভানো বরাবারই চ্যালেঞ্জ। গোডাউনটিতে জুতা তৈরির এ্যাডহেসিভ, প্লাস্টিক দানা ও প্লাস্টিক জুতা ছিল বলেও জানিয়েছেন তিনি। তবে কী কারণে আগুন লেগেছে, কোথা থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স