মস্কো হামলা: আইএস না ইউক্রেন দায়ী?
আপলোড সময় :
২৪-০৩-২০২৪ ১১:২৩:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-০৩-২০২৪ ১১:২৩:০৩ পূর্বাহ্ন
সংগৃহীত
রাশিয়ার রাজধানী মস্কোতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩। জঙ্গিগোষ্ঠী (আইএস) হামলার দায় স্বীকার করলেও রাশিয়ার দাবি এই হামলার সঙ্গে জড়িত আছে ইউক্রেন। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়।
শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন,হামলায় যে চারজন সরাসরি জড়িত ছিল তাদের গ্রেফতার করা হয়েছে। তারা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। প্রাথমিক তথ্য বলছে, ইউক্রেনের কেউ সেখানে আগে থেকেই তাদের জন্য পথ তৈরি করে রেখেছিলো।
পুতিন আরও বলেন, চার অস্ত্রধারীসহ হামলাকারীদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। যারা সন্ত্রাসীদের পেছনে থেকে সাহায্য করেছে তাদের খুঁজে বের করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স