ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গভীর রাতে রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি

আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ১১:২৩:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ১১:২৩:৪২ পূর্বাহ্ন
গভীর রাতে রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি সংগৃহীত
গভীর রাতে রাজধানীতে কালবৈশাখী ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রাত সোয়া ২টা নাগাদ ঝড় শুরু হয়ে তাণ্ডব চালায় প্রায় পৌনে এক ঘণ্টা।

পরে থেমে থেমেও হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে বয়ে যায় হালকা বাতাস। রাজপথের কোথাও কোথাও জমে যায় পানি। রাস্তাসহ বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। রাজধানীর কাঁঠালবাগান, মিরপুরসহ নিচু এলাকাগুলোতে এমন চিত্র দেখা যায়।

এদিকে, দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কাল পর্যন্ত সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ রোববার (২৪ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ