ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ এক নেতা নিহত

আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ১০:৫৪:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ১০:৫৪:৩৪ পূর্বাহ্ন
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ এক নেতা নিহত সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে হামাসের আরও এক শীর্ষ নেতার। তেল আবিবের দাবি, দু’সপ্তাহ আগে মধ্য গাজায় এক অভিযানে নিহত হন কাসেম ব্রিগেডের ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ’র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা।

তিনি জানান, গত ৯ থেকে ১০ মার্চ মধ্য গাজার একটি এলাকায় মারওয়ান ইসার ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। গত সপ্তাহে এক বিবৃতিতে এই হামাস কমান্ডারের মৃত্যুর দাবি করেছিল যুক্তরাষ্ট্র। সেসময় এ বিষয়ে কিছু জানায়নি তেল আবিব। ইসার মৃত্যু নিয়ে কিছু বলেনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসও।

কাসেম ব্রিগেড প্রধান মোহাম্মদ দেইফের ডেপুটি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন ইসা। গাজায় চলমান আগ্রাসনে ১৩ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ