ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ নিহত

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-০৩-২০২৪ ১০:৪৬:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৪ ১২:৪৪:৫৭ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ নিহত সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। ২২ বছর বয়সী উইন রোজারিওকে নিজ বাসায় গুলি করে পুলিশ।

হাসপাতালে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিউইয়র্কের ওজন পার্কে বাড়ি উইন রোজারিও’র পরিবারের। জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাসা থেকে জরুরি নম্বর ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে, মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে।

ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। এসময় উইন রোজারিও কাঁচি হাতে ছুটে আসলে গুলি চালায় পুলিশ। নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও’র অভিযোগ, তার ছেলে মানসিক ভারসাম্যহীন এবং নিরপরাধ জানার পরও বিনা কারণে গুলি চালায় পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ