গ্যাংস্টারের বেশে ‘তুফান’ ফার্স্টলুকে শাকিব
বিনোদন রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৩-২০২৪ ১০:৫৩:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৪ ১২:৫৪:১৭ পূর্বাহ্ন
সংগৃহীত
প্রকাশিত হলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় পোস্টারটি। ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে আগের দিন এলো সিনেমাটির ফার্স্ট লুক।
পোস্টারটিতে দেখা যায়, বোতাম খোলা শার্টের মাঝে গলায় ঝুলছে লকেট। নায়কের চোখে কালো সানগ্লাস, আঙুলে রয়েছে আংটি। ঘাড় অবধি লম্বা চুলে আনমনে সিগারেট টানছেন তিনি। পায়ের কাছে রাইফেল সেইসঙ্গে সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছেন। একেবারে গ্যাংস্টার লুকে ধরা দেন শাকিব খান।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া সিনেমার খলনায়কের চরিত্রে যীশু সেনগুপ্তকে পর্দায় দেখতে পাবে দর্শকরা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘তুফান’।
উল্লেখ্য, গত বছর কুরবানির ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স