ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আইপিএলের পার্পল ক্যাপ নিয়ে যা বললেন মোস্তাফিজ

আপলোড সময় : ৩০-০৩-২০২৪ ১১:১০:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৪ ১১:১০:৪০ পূর্বাহ্ন
আইপিএলের পার্পল ক্যাপ নিয়ে যা বললেন মোস্তাফিজ সংগৃহীত
আইপিএলের ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে আরও দুই উইকেট পেয়ে এখন পর্যন্ত চলমান আসরের সর্বাধিক উইকেট কাটার মাস্টারের। এখন পর্যন্ত তাকে টপকাতে পারেননি কেউই। ফলে পার্পল বা বেগুনি ক্যাপ এখনও রয়েছে মোস্তাফিজের দখলে। 

শুক্রবার (২৯ মার্চ) নিজের আইপিএলের ঐতিহ্যবাহী এই ক্যাপ মাথায় নিয়ে প্রথমবারের মতো মাঠে নামার পর নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।

ক্যাপ মাথায় দিয়ে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে তিনি লিখেছেন, পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ