রাজধানীতে বেসরকারি হাসপাতালের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
আপলোড সময় :
৩০-০৩-২০২৪ ১১:১১:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৪ ১১:১১:২৪ পূর্বাহ্ন
সংগৃহীত
রাজধানীর কলাবাগান থানার পান্থপথ এলাকায় একটি বেসরকারি হাসপাতালের ৭ তলা থেকে পড়ে রোজা মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
নিহত শিশুর মা হাসিনা বেগম জানান, তিনি ওই হাসপাতালের আয়ার কাজ করেন। অসাবধানতাবশত তার মেয়ে বিকেলের দিকে সাত তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি তারাই তদন্ত করছে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স