১ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
আপলোড সময় :
৩১-০৩-২০২৪ ১০:৪১:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-০৩-২০২৪ ১০:৪১:৩৮ পূর্বাহ্ন
সংগৃহীত
বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘণ্টা খানেক বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। রোববার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ সমস্যার ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। যা, পৌনে ৯টার দিকে আবারও স্বাভাবিক হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে বিদ্যুৎ লাইনের ওপরে উড়ে আসা পলিথিনের কারণে এ সমস্যা সৃষ্টি হয়। এদিকে, সপ্তাহের প্রথম দিন হওয়ায় মেট্রো স্টেশনগুলোয় প্রচণ্ড ভিড় দেখা যায়। এরমধ্যেই, হঠাৎ এমন সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে অপেক্ষমাণ যাত্রীরা। রেল চলাচল স্বাভাবিক হবার পর, অনেককেই ভিড় ঠেলে রেলে চড়তে দেখা গেছে।
প্রসঙ্গত, নতুন সময়সূচী অনুযায়ী প্রতিদিন মেট্রোরেল উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।
এছাড়াও নতুন সময়সূচিতে, রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়ে। অপরদিকে, উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়ার সময় নির্ধারিত করা হয়েছে রাত ৯টা। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এ সময়সূচি বহাল থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স