দুর্বল পালমাসের বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সেলোনার
আপলোড সময় :
৩১-০৩-২০২৪ ১০:৫০:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-০৩-২০২৪ ১০:৫০:০৬ পূর্বাহ্ন
সংগৃহীত
স্প্যানিশ লা লিগায় কষ্টার্জিত জয়ে শীর্ষে থাকা রিয়ালের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা। রাফিনহার একমাত্র গোলে ১-০ গোলে জিতেছে কাতালান দলটি।
বল দখল বা আক্রমণ সব বিভাগেই শুরু থেকে দাপট দেখায় বার্সেলোনা। তৈরি হয় একের পর এক সুযোগ। তবে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় বার্সার আক্রমণভাগের খেলোয়াড়রা।
এর মাঝে খেলার ২৪ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় পালমাস। প্রথমার্ধে সেই সুযোগটিও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। বিরতির পর একই ধারায় খেলে ৫৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।
এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ২০২২ সালের অক্টোবরের পর এই প্রথম টানা ৫ ম্যাচে জয় পেলো বার্সা।
এই জয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থান আরও মজবুত করেছে বার্সা। এক ম্যাচ কম খেলে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৬২। আর বরাবরের মতোই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২ (৩০ ম্যাচে)।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স