ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর
আপলোড সময় :
০১-০৪-২০২৪ ১০:৫০:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-০৪-২০২৪ ১০:৫০:৩২ পূর্বাহ্ন
সংগৃহীত
কার্যকর হয়েছে ডিজেল ও কেরোসিনের নতুন দাম। দু’টাকার ওপরে কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সার বদলে বিক্রি হচ্ছে ১০৬ টাকায়।
সোমবার (১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন ফুয়েল স্টেশন ঘুরে ক্রেতাদের তেমন চাপ দেখা যায়নি। ডিজেলের দাম কমায় ভাড়া কমানোর প্রশ্নে চালকরা দাবি করেন, তারা আগের থেকেই ভাড়া কম নিচ্ছেন। তাই নতুন করে সমন্বয় করা দামে আবার ভাড়া কমালে লোকসান গুনতে হবে তাদের।
এর আগে, রোববার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। মূলত, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স