আরব আমিরাতে ঈদের ছুটি ৯ দিন
আপলোড সময় :
০১-০৪-২০২৪ ১১:০১:০১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-০৪-২০২৪ ১১:০১:০১ পূর্বাহ্ন
সংগৃহীত
চাঁদ দেখা যাক বা না যাক ঈদের ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত। এবার মুসল্লিদের পবিত্র ঈদুল ফিতর পালনের অপেক্ষা। হিজরি সন অনুযায়ী পবিত্র রমজান ২৯ বা ৩০টি হয়ে থাকে। তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা গেলেই শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালিত হয়।
খালিজ টাইমস জানিয়েছে, আমিরাত সরকার দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। তবে ৬ ও ৭ এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকার কারণে ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় সরকার দুই দিনের সাপ্তাহিক ছুটি ধরে ঈদে মোট ৯ দিনের ছুটি ঘোষণা করেছেন। এর মধ্যে ঈদের ছুটি রয়েছে ৭ দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স