ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

জেলে বসেই দিল্লি নিয়ে যে বার্তা দিলেন কেজরিওয়াল

আপলোড সময় : ০১-০৪-২০২৪ ১১:০১:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০৪-২০২৪ ১১:০১:৩৭ পূর্বাহ্ন
জেলে বসেই দিল্লি নিয়ে যে বার্তা দিলেন কেজরিওয়াল সংগৃহীত
দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন নয়াদিল্লির কারাবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।জেলে বসেই এ প্রতিশ্রুতির কথা জানালেন তিনি। 

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত বিশাল সমাবেশে কারাবন্দি কেজরিওয়ালের পাঠানো একটি চিঠি পড়ে শোনান তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল। ওই চিঠিতে লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির (আপ) ছয়টি প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। 

এর মধ্যে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা ও নাগরিকদের ২৪ ঘণ্টার বিদ্যুৎসেবা সরবরাহ করার অঙ্গীকার করেছেন কেজরিওয়াল। হাজার হাজার নেতাকর্মীর সামনে প্রথমবারের মতো দেওয়া বক্তৃতায় সুনিতা বলেন, ভারতের জনগণ কেজরিওয়ালের সঙ্গে আছে। তাকে আজীবনের জন্য কারাগারে রাখতে পারবেন না।

সূত্র: এনডিটিভি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ