আন্তর্জাতিক ডেস্ক:-
সম্প্রতি সৌদি সরকার ঘোষণা দিয়েছেন যে, এখন থেকে বাংলাদেশীরা কোন প্রকার ভিসা ছাড়াই ওমরাহ্ হজ্ব পালনে যেতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে:
বৈধ ভিসায় ইউরোপ, আমেরিকা বা কানাডা গামী যাত্রী হয়ে সৌদি এয়ারলাইন্স বা সৌদির রাস্ট্রীয় মালিকানাধীন অন্য কোন এয়ারলাইন্সের টিকেট ইস্যু করে ভ্রমণ করতে হবে।
উক্ত এয়ারলাইন্সে ট্রানজিট ফ্লাইটে যেতে হবে যেখানে ৯৬ ঘন্টার যাত্রা বিরতি থাকবে। তখন সৌদি এয়ারপোর্ট থেকে অন এরাইভাল ট্রানজিট ভিসা নিয়ে ওমরাহ্ পালন করে চুরান্ত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন।
ভিসা ছাড়া ওমরাহ্ পালনের এই সুযোগ কি তাহলে যথাযত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে ওমরাহ্ হজ্ব পালনে সহায়ক??
নাকি ইউরোপ, আমেরিকা বা কানাডাগামী যাত্রীদের কে সৌদির রাস্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স ব্যবহার করার জন্য উদ্ভুদ্ধ করণে সহায়তা করবে।
এখানে ভিসা লাগবে না বলতে ৯৬ ঘন্টার "ট্রানজিট ভিসা" পাবেন। একমাত্র সৌদি এয়ারলাইন্সের টিকেট এবং ফ্লাইনাসের টিকেটে তৃতীয় কোনো দেশে যাতায়াতের পথে আপনি ৪ দিনের ট্রানজিট ভিসা পাবেন।****
এই সুবিধা তাদের জন্য, যারা ইউরোপ-আমেরিকা থাকে এবং বাংলাদেশ থেকে যাওয়ার সময় তিনদিনের জন্য ওমরাহ করে তাদের গন্তব্যে যেতে পারবেন।
যদিও এই বিষয়ে সৌদি সরকার গত ৫ মাস ধরে বলে আসলেও লন্ডনের অনেক যাত্রী এই ভিসা করতে চাইলেও করতে পারছেনা। বিস্তারিত গ্যাজেট আকারে প্রকাশ করলে হয়তো তা সম্ভব হবে।
কিন্তু ইউরোপ-আমেরিকা যারা থাকে তাদের কয়জনইবা সৌদি এয়ারলাইনস পছন্দ করে? এটা একটা বিরাট প্রশ্ন!
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain