ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

তুরস্কে নাইট ক্লাবে আগুন মৃত ২৯

আপলোড সময় : ০৩-০৪-২০২৪ ১১:৩০:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ১১:৩০:২৪ পূর্বাহ্ন
তুরস্কে নাইট ক্লাবে আগুন মৃত ২৯ সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন দগ্ধ হয়েছে। নাইট ক্লাবটি ছিল ইস্তাম্বুলের গ্যারেটেপে এলাকার একটি ১৬ তলা ভবনের ভূগর্ভস্থ কক্ষ বা বেইসমেন্টে।  গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ক্লাবটিতে আগুন লাগে।

সংস্কারকাজের জন্য ক্লাবটি বন্ধ ছিল। ইস্তাম্বুলের গভর্নর জানান, সংস্কারকাজে যুক্ত কর্মী ও শ্রমিকরা আগুনে প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে নাইট ক্লাবের ম্যানেজারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান।

অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যুতে শোক জানিয়ে ইস্তাম্বুলের মেয়র জানিয়েছেন, সংস্কার বা নির্মাণকাজের অনুমোদনের জন্য ক্লাবটি আগে কোনো আবেদন করেনি। 
সূত্র : বিবিসি

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ