ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরীতে লোক নিবে ইটালী

আপলোড সময় : ০৭-১০-২০২৩ ০৯:৩০:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৩ ০৯:৪৩:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরীতে লোক নিবে ইটালী
নিজস্ব প্রতিবেদক:-
ডিসেম্বরেই তিন ধরনের ভিসা ছাড়ছে ইটালী চাইলে আপনিও আবেদন করতে পারেন।
 
আগামী ডিসেম্বরের ২, ৪ এবং ১২ তারিখ থেকে স্পনসর, গৃহকর্মী এবং কৃষি ভিসায় কর্মীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশি দক্ষ শ্রমিকরাও আবেদনের সুযোগ পাবেন।
 
ইতালিতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বিদেশি শ্রমিক নেয়ার গেজেট দেশটির মন্ত্রীপরিষদ পাশ করেছে ৩ অক্টোবর। যেখানে চলতি বছরে ৩৫টি দেশ থেকে এক লাখ ৩৬ হাজা এর মধ্যে সিজন্যাল বা অস্থায়ী ভিসায় ৮২ হাজার ৫৫০, নন সিজন্যাল বা স্থায়ী ভিসায় ৫২ হাজার ৭৭০ এবং প্রথম বারের মতো ব্যবসায়ী কোঠায় ৬৮০ জন শ্রমিক আবেদন করতে পারবেন।
 
গেজেটে আরও স্থান পেয়েছে দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া গৃহ ও পরিচর্যা কর্মীদের কোঠা। সেইসঙ্গে বিশেষ কারিগরি দক্ষতা অর্জনকারী শ্রমিকদের চাহিদা রয়েছে বেশি। এক্ষেত্রে কারিগরি দক্ষ শ্রমিকরা কোঠার বাইরেও আবেদন করার সুযোগ পাবেন।
 
পর্যটন ব্যবসায়ীদের পরামর্শ হলো, ভাষাগত যোগ্যতার পাশাপাশি বিভিন্ন যেসব কারিগরি দক্ষতা সম্ভব সেসব শিখে আসা উচিত আগ্রহীদের।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ