ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

হাজারেরও বেশি আহত!

ফিলিস্তিনের রকেট হামলায় অর্ধশতাধিক ইজরায়েলি নিহত ,

আপলোড সময় : ০৮-১০-২০২৩ ০২:৫১:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৩ ১২:৩০:৩৯ অপরাহ্ন
ফিলিস্তিনের রকেট হামলায় অর্ধশতাধিক ইজরায়েলি নিহত , Photo international video Israeli primemenister
আন্তর্জাতিক ডেস্ক:-
শনিবার (৭ অক্টোবর) ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ইসরায়েলে ছোড়া হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে হামাসের সশস্ত্র যোদ্ধারা।
 
এর পরপরই বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে বলে ঘোষণা দেয় হামাস।
হামাসের আকস্মিক রকেট হামলায় ইসরায়েলের অন্তত ৬০ জন নিহত হয়েছে। তাছাড়া আহত হয়েছে আরও প্রায় ১১০০জন। ইসরায়েল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে, হামাসের তীব্র এই হামলার মুখে দেশে ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি জরুরি বৈঠক বসে এর ‘অকল্পনীয়’ প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন।
 
অন্যদিকে, হামাসের সশস্ত্র শাখা ‘ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড’ বলে, আমরা ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতেই এ হামলা চালিয়েছি। জবাবদিহিতা ছাড়ায় ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর বর্বর হামলা চালানো দিন এখন শেষ।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ