তাইওয়ানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯, আহত হাজারের বেশি
আপলোড সময় :
০৪-০৪-২০২৪ ১০:৫০:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০৪-২০২৪ ১১:০৪:২৬ অপরাহ্ন
সংগৃহীত
তাইওয়ানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯। আহত বেড়ে ১ হাজারে পৌঁছেছে। নিখোঁজ এখনও অর্ধশতাধিক।
তাইওয়ানের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হতে শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে পাহাড়ী এলাকায় একটি খনি থেকে ৬ জনকে উদ্ধার করে কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, হুয়ালিন শহরে উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে অন্য এলাকায় বিধ্বস্ত ভবনের নিচে এখনও চাপা পড়ে রয়েছে শতাধিক মানুষ।
এছাড়া তারোকো জাতীয় পার্ক থেকে বাসে করে আসার পথে নিখোঁজ ৩৮ কর্মীরও কোনো সন্ধান পায়নি উদ্ধার কর্মীরা।
বুধবার সকাল ৮টার দিকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানে। উৎপত্তিস্থল হুয়ালিন শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স