ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শারজায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত, আহত ৪৪

আপলোড সময় : ০৬-০৪-২০২৪ ১১:০১:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৪ ১১:০১:২৪ পূর্বাহ্ন
শারজায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত, আহত ৪৪ সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আল নাহদাতে একটি উঁচু আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪৪ জন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, আল নাহদার একটি ৩৮ তলা আবাসিক টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় ৫ জন দমবন্ধ হয়ে মারা গেছে। আহতদের মধ্যে ১৭ জন মাঝারি আঘাত পেয়েছেন। বাকিদের অবস্থা খুব গুরুতর না। 

শারজাহ পুলিশ পক্ষ থেকে জানানো হয়, ১৭ জনকে জরুরি সেবা দেওয়া হয়েছে। ১৮ শিশুসহ ১৫৬ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সড়িয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনিটির ১৮ ও ২৬ নম্বর তলায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ