লোডশেডিং ও মশায় অতিষ্ঠ বরিশালবাসী
আপলোড সময় :
০৭-০৪-২০২৪ ১০:৫১:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৪ ১০:৫১:৩২ পূর্বাহ্ন
সংগৃহীত
একদিকে অসহনীয় গরম একই সঙ্গে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং আর অপরদিকে নগরীতে বেড়েছে মশার উৎপাত। সব মিলিয়ে অতিষ্ঠ নগরবাসী। বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী জোগান না থাকায় সরবরাহ করা যাচ্ছে না।
আর বিসিসি অনেকটা দায়সারাভাবে বলছে—প্রতিটি ওয়ার্ডে মশক নিধনের কার্যক্রম চালাচ্ছি। দ্রুত নগরবাসী এর সুফল পাবে। তবে সাধারণ জনগণ বলছে শুধু দায়সারা কথার মধ্যে থাকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, ভোগান্তি হয় আমাদের।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে প্রতিদিনের চাহিদা রয়েছে ৪৮০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয়েছে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
এ সময়ে বিদ্যুতের ঘাটতি ছিল ১২০ মেগাওয়াট। এর মধ্যে শুধু বরিশাল নগরীতে বিদ্যুতের চাহিদা রয়েছে ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। নগরীর ২৪টি ফিডারের মধ্যে ৩০ থেকে ৪৬ মেগাওয়াট ঘাটতি থাকছে। ঘনঘন লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠেছেন বরিশালের ১ লাখ ২০ হাজার গ্রাহক।
নগরীরর কাউনিয়া এলাকার বাসিন্দা মো. মজিবর রহমান মাসুম জানান, ‘সেহরি, ইফতার, তারাবির নামাজ—এ তিনটির কোনোটাই গত ৮-১০ দিন ধরে ঠিকভাবে করতে পারি নাই। এর কারণ ঐ সময় বিদ্যুৎ থাকে না। আর যত বার লোডশেডিং হয় প্রতি বারই কমপক্ষে ১ থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে তাতে আমাদের আপত্তি নেই তবে দাম বাড়ার পরেও কেনও আমরা সাধারণ জনগণ ভোগান্তিতে থাকব—এর জবাব সরকারকে দিতে হবে।
বরিশাল পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান পলাশ জানান, একে তো তাপমাত্রা বেড়েছে, অন্যদিকে শপিংমলগুলোয় রাত অবধি বেঁচাকেনা চলছে। একই সময়ে গ্রিড থেকে চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। আর চাহিদা অনুযায়ী জোগান না থাকায় সরবরাহ করা যাচ্ছে না।
পরিস্থিতি সামলে ওঠা গেলে সব স্বাভাবিক হবে। শপিংমল ও কারখানা এলাকায় যাতে বেঁচাকেনা ও উৎপাদন স্বাভাবিক থাকে এজন্য এসব এলাকায় লোডশেডিং অনেকটা এড়িয়ে আবাসিক এলাকায় বেশি করা হচ্ছে। এ সমস্যা সাময়িক উল্লেখ করে তিনি বলেন, ফুয়েল সংকটের কারণে কিছু উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। সংকট শিগগিরই কেটে যাবে। এছাড়াও গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।
অপরদিকে ঘন ঘন লোডশেডিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে নগরীতে বেড়েছে মশার উপদ্রব। বাসাবাড়ি থেকে দোকানপাট, অফিস-আদালত সব জায়গায়ই মশার উপদ্রব বেড়েছে। মশা থেকে বাঁচতে মানুষ দিন-রাত কয়েল জ্বালিয়েও যেন নিস্তার পাচ্ছে না।
মশার এমন উপদ্রবে নগরবাসীর মধ্যে বিরাজ করছে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের আতঙ্ক। সচেতন মহল মনে করেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুরসহ অন্যান্য ময়লার স্থানে মশার প্রজনন স্থল। এগুলো সব সময় পরিষ্কার করতে হবে। পাশাপাশি বছর জুড়েই মশা মারার কাজ করতে হবে কর্তৃপক্ষকে।
নগরীর বাংলা বাজার এলাকার বাসিন্দা মো. টিপু হাওলাদার জানান, এত মশা এর আগে কখনো দেখিনি। মশার কারণে দিনের বেলা দরজা জানালা বন্ধ করে থাকতে হয়। কয়েল ব্যবহার করেও মশা থেকে রেহাই পাচ্ছি না। সন্ধ্যা হলে মশার জ্বালায় বাইরে কোথাও চলাফেরা করা যায় না।
মশা নিধনে সিটি করপোরেশন থেকে তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। যা-ও হচ্ছে তা ঠিক মতো হচ্ছে না। কারণ তারা ওষুধ দিয়ে যাওয়ার পরে মনে হয় আরও বেশি মশা বাড়ে। এ সময় তিনি বলেন, দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে মশাবাহিত রোগ বাড়বে।
দুর্নীতি প্রতিরোধ কমিশন (দুপ্রক) বরিশাল জেলা সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা জানান, নগরীর নালা, খাল, জলাশয়, মজা পুকুর থেকে কচুরিপানাসহ অন্যান্য ময়লার স্থান মশার প্রজনন স্থল। এসব স্থান সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
এছাড়া বৃষ্টি না থাকায় ডোবা-নর্দমার পানি ঘন হয়ে পানিতে জৈব উপাদান বেড়ে যাওয়ার ফলে মশার বংশবিস্তার হয়। এজন্য বছর জুড়েই মশা মারার কাজ করতে হবে কর্তৃপক্ষকে। পাশাপাশি মাঠপর্যায়ে মশা নিধনের দায়িত্বে যারা থাকেন তাদের কাজ নিয়মিত তদারকি, নিয়ম মেনে যথা স্থানে কীটনাশক, মশা মারার ওষুধ ছিটাতে হবে। নগরীর জলাশয়গুলো যেনও পরিচ্ছন্ন থাকে সে জন্য নাগরিকদেরও সচেতন করতে হবে বলে মনে করেন তিনি।
বরিশাল সিটি করপোরেশনের মশক নিধন শাখার প্রধান স্বপন কুমার দাস জানান, সারা দেশেই এখন মশা উপদ্রব একটু বেশি। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে মশক নিধনের কার্যক্রম চালাচ্ছি। খুব শিগগিরই বরিশাল নগরীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আগামী বর্ষার আগেই নগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থাও আরও উন্নত হবে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স