নিখোঁজ রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
আপলোড সময় :
০৭-০৪-২০২৪ ১১:০০:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৪-২০২৪ ১১:০০:২৭ পূর্বাহ্ন
সংগৃহীত
লক্ষ্মীপুরে নিখোঁজের ৫ দিন পর অটোরিকশাচালক ফজলুল করিমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত ফজলুল করিম পৌরসভার ৫নং ওয়ার্ডের বাঞ্চানগরের মৃত দরবেশ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে ডেটল কেনার জন্য ফজলুল বাড়ি থেকে বের হন। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনসহ স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও পাননি। ঘটনাস্থল এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— এটি হত্যাকাণ্ড। ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স