ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

হেফাজত ও ঢাবি শিক্ষার্থীদের ,

ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান !

আপলোড সময় : ১১-১০-২০২৩ ১২:৪১:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৩ ১২:৪৩:০৪ পূর্বাহ্ন
ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান !
নিউজ ডেস্ক:-
গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়ে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
 
অন্যদিকে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী।
 
এ সময় ঢাবি শিক্ষার্থীরা ‘ইন্তিফাদা, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ ও ফিলিস্তিনের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
 
সোমবার দুপুরে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রোকেয়া হল, ভিসি চত্বর, প্রশাসনিক ভবন, সূর্য সেন হল, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ প্রদক্ষিণ করেন। 
 
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিন মুসলিমদের স্বাধীন ভূমি; আল-আকসা মুসলিমদের কেবলা।
 
ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীন ভূমি দখল করে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের মানুষকে অবরুদ্ধ করে নির্যাতন চালাচ্ছে। তারই বিরুদ্ধে ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে। 
 
এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান একটি যৌথ বিবৃতিতে বলেন, হানাদার ইসরায়েলি বাহিনী বিগত ৭৭ বছর ধরে ফিলিস্তিনের জনগণের আবাসভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পুণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ