ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আজ কলকাতার বিপক্ষে মাঠে নামতে পারে মোস্তাফিজ

আপলোড সময় : ০৮-০৪-২০২৪ ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন
আজ কলকাতার বিপক্ষে মাঠে নামতে পারে মোস্তাফিজ সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরিভাবে ঢাকায় ফেরেন মোস্তাফিজুর রহমান। অবশেষে প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আইপিএল খেলেতে সন্ধ্যায় ভারতে গেছেন বাঁহাতি এই পেসার। 

ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মোস্তাফিজকে। কারণ অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরী দ্য ফিজ। 

জানা গেছে, আজ চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কিনা, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে। তার ওপর চার ম্যাচে টানা দ্বিতীয় হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। তাই ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই ফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। 

এর আগের ম্যাচে মোস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ