ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুন

আপলোড সময় : ১১-১০-২০২৩ ১০:২১:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৩ ১০:৩১:০৯ পূর্বাহ্ন
রাজধানীর উত্তরায় বহুতল ভবনে আগুন ফটো ভিডিও ইন্টারনেট থেকে
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারে আগুন লেগেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট অংশ নেয়।
 
 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ৮টি আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
 
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ১টা ২৬ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ২৪টি ইউনিট সেখানে কাজ করছে।
 
তবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
 
তিনি আরও জানান, ভবনের আট তলায় আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি। তবে আমাদের ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ