ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

খাদের কিনারে মধ্যপ্রাচ্য, ফেরানোর দায়িত্ব সবার: জাতিসংঘ মহাসচিব

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-০৪-২০২৪ ১২:০০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৪ ০৮:০০:৪৩ অপরাহ্ন
খাদের কিনারে মধ্যপ্রাচ্য, ফেরানোর দায়িত্ব সবার: জাতিসংঘ মহাসচিব সংগৃহীত
ইরান-ইসরায়েল উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য খাদের কিনারে। এ অঞ্চলের মানুষ একটি ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এখনই সময় খাদের কিনার থেকে তাদেরকে ফিরিয়ে আনার। এই দায়িত্ব সকলের বলেও মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

রোববার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভার শুরুতে দেয়া ভাষণে এসব বলেন জাতিসংঘের মহাসচিব। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের অনুরোধে এই জরুরি সভা আহ্বান করা হয়। সভায় নিজ নিজ দেশের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা।

গুতেরেস তার বক্তব্য বলেন, মধ্যপ্রাচ্যের বড় বড় সামরিক পক্ষগুলোকে সংঘাতে জড়ানোর পদক্ষেপ থেকে সরে আসা জরুরি। ইতোমধ্যে এখানকার বেসামরিক নাগরিকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের (গাজাবাসী) চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময়, সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরিয়ে আনার।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইরান-ইসরায়েল-গাজা সংঘাত যাতে আবার উসকে না যায়, তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ