ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেয়ার ২ঘন্টা পর জানালেন আইডি হ্যাকড হয়েছে;;

আপলোড সময় : ১২-১০-২০২৩ ০১:৫৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৩ ০১:৫৯:৪৩ অপরাহ্ন
ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেয়ার ২ঘন্টা পর জানালেন আইডি হ্যাকড হয়েছে;;
মাহমুদ ফারুক:-
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ দলীয় পদ থেকে ব্যাক্তিগত কারন দেখিয়ে অব্যাহতি চেয়ে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ফেসবুকে পোষ্ট দিয়ে আবেদন করার দুই ঘন্টা পর নিজেই জানালেন তার আইডি হ্যাক্ড করা হয়েছে।
বিষয়টি নিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শান্ত মডেল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদের পদত্যাগের বিষয়ে জানান, আপনাদের নিউজ আপনারা করতে পারেন। তার আইডি হ্যাকড্ হয়েছে বলে আমি জানতে পেরেছি। পারিবারিক ব্যবস্থা সংক্রান্ত সমস্যার কারনে তিনি তার পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন শুনেছি। 
এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাত ৯.২২ মিনিটে নিজ ফেসবুক আইডিতে (রাশেদ রেদোয়ান) ব্যাক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্যাডে ফরহাদ উদ্দিন রাশেদ স্বাক্ষরিত একটি আবেদন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট করেন। 
তিনি লিখেন, আমি ফরহাদ উদ্দিন রাশেদ, দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছি। বর্তমানে আমি রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার ব্যক্তিগত কারণে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি চাচ্ছি।
জানতে চাইলে রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ জানান, কারো প্রতি আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। আমার ফেসবুক আইডি হেকড্ হয়েছে, আমি থানায় সাধারণ করার প্রস্তুতি নিচ্ছি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন ভুঁইয়া জানান, অব্যাহতির বিষয়টি আমি অবগত নই। এই ব্যাপারে এখনো কোনো চিঠিও পাইনি। তবে ছাত্রলীগের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী পদ থেকে পদত্যাগ বা অব্যাহতি চাইতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ