কালিয়াকৈরে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৫-০৪-২০২৪ ১২:১০:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৪ ০৭:৫২:২৫ অপরাহ্ন
সংগৃহীত
গাজীপুরে কালিয়াকৈরে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রী তাসনিনকে চাপা দিলে তারা দুজনে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারি পালিয়ে যায়।
নিহতদের বাড়ি কালিয়াকৈরের বড়ইতলি এলাকায়।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স