ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৭শ’ ছাড়াল

আপলোড সময় : ১৫-০৪-২০২৪ ১২:১১:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৪ ০৭:৫১:৪৫ অপরাহ্ন
গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৭শ’ ছাড়াল সংগৃহীত
ইরানের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেও অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়ে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে আহত হয়েছে কয়েক ডজন।

এছাড়া গাজার উত্তরাংশে বাড়ি ফেরার চেষ্টা করা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা।  এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৭শ’ ছাড়িয়েছে। 

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সাথে সংঘাতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত অন্তত ৬৫ জন।

ইসরাইলি অবরোধের কারণে ত্রাণবাহিনী ট্রাকের প্রবেশে বাধা ঘনবসতিপূর্ণ ছিটমহলে আরও সাহায্য পাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দক্ষিণ ও মধ্য গাজায় দুর্ভিক্ষের চরম ঝুঁকি রয়েছে। উত্তর গাজায় এর ঝুঁকি ও উপস্থিতি উভয়ই রয়েছে। সম্ভবত অন্তত কিছু অঞ্চলে দুর্ভিক্ষ রয়েছে।

এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। যদিও গাজায় দুর্ভিক্ষ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে এর আগে জানিয়েছে ইউএসএআইডি।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ