গায়ে হলুদ দিয়ে আশীর্বাদ করলেন মির্জা ফখরুল
সংগৃহীত
প্রয়াত নেতার ছেলের গায়েহলুদ দিয়ে আশীর্বাদ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের স্মরণসভা ছিল। সভাশেষে রাত ১১টায় শ্রমিক দলের প্রয়াত নেতা ওবায়দুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব।
এ সময় প্রয়াত ওই শ্রমিক নেতার ছেলে রুবেলের গায়েহলুদ দিয়ে আশীর্বাদ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুলের এই ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। নেটিজেনরা লেখেন— একেই বলে নেতা! আক্ষরিক অর্থেই প্রবাদ সত্যি করে দিলেন বিএনপির শীর্ষ এ নেতা। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ করেন তিনি।
এক নারী লিখেছেন— ‘একজন মা’ যখন তার সব সন্তানের বুকের পাজরে আগলে রাখেন, ‘মির্জা ফখরুল’ ঠিক এমন একজন নেতা। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন।
‘জাকির হোসেন স্বপন বলেন, নেতার যা’ বৈশিষ্ট্য সব কিছুই রয়েছে ‘মির্জা ফখরুলের।’
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স