ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩
আপলোড সময় :
১৬-০৪-২০২৪ ১২:৫৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৪ ১২:৫৫:৪০ অপরাহ্ন
সংগৃহীত
ফরিদপুরের কানাইপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুর-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইউনিক পরিবহনের বাস ও পিকআপের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি আলফাডাঙ্গা উপজেলা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল।
জানা গেছে, নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যসহ ৩ জন পুরুষ, ৪ জন শিশু ও ৬ জন নারী রয়েছেন।
দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনায় ফরিদপুর-যশোর মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে সব নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের সদস্যরা। এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ইতোমধ্যে নিহতদের পরিবারকে অর্থ সহযোগিতা করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স