ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ইরানের হামলার জবাব অবশ্যই দেবে ইসরায়েল: সেনাপ্রধান

আপলোড সময় : ১৬-০৪-২০২৪ ১২:৫৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৪ ১২:৫৬:৫৬ অপরাহ্ন
ইরানের হামলার জবাব অবশ্যই দেবে ইসরায়েল: সেনাপ্রধান সংগৃহীত
ইরানের হামলার জবাব অবশ্যই দেবে ইসরায়েল বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। সোমবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে হালেভি এ মন্তব্য করেন। এর আগে, গত শনিবার গভীর রাতে ইরানি হামলায় ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানে। 

চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান। যা আগে কখনোই ঘটেনি। আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম।

তিনি বলেন, গত সোমবার আমরা দেখেছি কী ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোন ঘটনা একা মোকাবিলা করতে হয়।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ