ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৫
আপলোড সময় :
১৬-০৪-২০২৪ ১২:৫৭:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৪ ১২:৫৭:৪০ অপরাহ্ন
সংগৃহীত
ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কোদালধর এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অবস্থান করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে বাসের নিচে একজনের মরদেহ থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছে।
স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেন দুইটি বাস উল্টে খাঁদে পড়ে আছে। দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উৎসুক জনতার প্রচুর ভীড় রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স